ডেক্স রিপোর্ট 

টেকনাফের শাহপরীর দ্বীপের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ ও কাতারের নতুন জাতীয় দিবসের তারিখ প্রবর্তক ড. হাবিবুর রহমান সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ড. হাবিবুর রহমান দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রোহিঙ্গা সংকট, নাফ নদী সংলগ্ন এলাকায় আরাকান আর্মির তৎপরতার ফলে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগ, সীমান্ত বাণিজ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, শাহপরীর দ্বীপে প্রস্তাবিত ক্যাটল করিডোর বাস্তবায়ন, সেন্টমার্টিন দ্বীপবাসীর নিত্য দুর্ভোগ এবং টেকনাফের অপার পর্যটন সম্ভাবনা।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস উত্থাপিত বিষয়াবলীর প্রতি গভীর মনোযোগ দেন এবং এসব সমস্যার টেকসই সমাধান ও সম্ভাবনার বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

সাক্ষাৎটি উভয়পক্ষের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার দ্বার উন্মোচন করে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।