নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর মডেল থানা কম্পাউন্ডে সংবাদকর্মী আব্দুল্লাহ আল ফরহাদ এর উপর ছিনতাইকারী কতৃক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কক্সবাজারে কর্মরত সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার ( ২২ মে ২০২৫ইং) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন পাবলিক লাইব্রেরি লাগোয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদকর্মীরা প্রতিনিয়ত হুমকি ধমকির পাশাপাশি হামলা ও মারধরের শিকার হচ্ছে। কারণ হামলাকারীদের বিচারের আওতায় আনা হচ্ছে না। এভাবে চলতে থাকলে পেশাগত দায়িত্ব পালন করতেও সমস্যার সম্মুখীন হতে হবে। আবদুল্লাহ আল ফরহাদ এর উপর হামলাকারী ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। নয়তো পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
হামলার শিকার আব্দুল্লাহ আল ফরহাদ জাতীয় অনলাইন গণমাধ্যম বিবার্তার জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ, গণসংযোগ, দৈনিন্দন, কক্সবাজার বাণী ও রুপালী সৈকত পত্রিকার মেকাপের দায়িত্বে আছেন।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ হাসান, দৈনিক রূপালী সৈকত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম, দৈনিক দৈনন্দিন পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দু শুক্কুর, নয়া দিগন্তের প্রতিনিধি আতিকুর রহমান মানিক, মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিকুর উল্লাহ জিকু, সাংবাদিক সংস্থা কক্সবাজারের সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি, সাংবাদিক সিরাজুল ইসলাম, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলম, সংবাদ সারা বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি অন্তর দে বিশাল, সমুদ্র কন্ঠে নিজস্ব প্রতিবেদক জয়ে দে, সাংবাদিক সায়েখ সিরাজ, চ্যানেল এস এর প্রতিনিধি নুরুল আফসার দৈনিক দৈনন্দিন এর ক্রাইম রিপোর্টার মোহাম্মদ নোমান, কক্সবাজার সংবাদ এর প্রতিবেদক আনোয়ার, রমজান, নুর কামাল, সিসিএন নিউজ এর প্রতিবেদন নুর মোহাম্মদ শেখ, তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি, সরওয়ার সাকব সহ অসংখ্য সাংবাদকর্মী।
উল্লেখ্য : বুধবার (২১ মে ২০২৫ ইং) রাতে সদর মডেল থানা কম্পাউন্ডে মারুফ হাসান তাহসিন এর নেতৃত্বে নয়নসহ ৮ থেকে ১০ জন মিলে অতর্কিত হামলা ও মারধর করেন। এসময় ১৫ হাজার টাকা, ব্যবহরিত মোবাইলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেন। পরে সহকর্মীরা খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা করান।
0 Comments