রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী চৌমুহনীতে ভূমি অফিসের সামনে আজ (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ একটি বড় গাছ পড়ে এক নারী আহত হয়েছেন। একই ঘটনায় একটি সিএনজি অটোরিকশা ও আশপাশে থাকা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাছটি সড়কের ওপর পড়ায় বাঁশখালী-চাম্বল সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় জনতা ও সিএনজি চালকরা গাছ সরাতে উদ্যোগ নেন এবং এখনো সেই কাজ চলছে।

আহত নারীকে তাৎক্ষণিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছগুলো নিয়ে একাধিকবার সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।