রিপোর্টোর : মোনতাহেরুল হক আমিন :বাঁশখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে চৌকি তল্লাশী চালিয়ে পুলিশ হাতেনাতে ২০ হাজার পিস ইয়াবা সহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে বাঁশখালী প্রধান সড়কের পৌরসভাস্থ ৭ নম্বর ওয়ার্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে কক্সবাজারের মাদককারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেফতার মাদক কারবারী মোহাম্মদ আব্দুল সালেক শাহিন (৩২) তিনি কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুস্কুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টাইমবাজার এলাকার আব্দুল হামিদ খানের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, 'বাঁশখালী প্রধানসড়ক দিয়ে মোটর সাইকেল নিয়ে মাদক পাচারকালে পুলিশের চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। এ সময় হাতেনাতে মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।'

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, 'মাদক পাচারকালে মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের চৌকস একটি টিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবকের বিরোদ্ধে বাঁশখালী থানায় মামলা রুজু হয়েছে।