মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধিঃ
কাটছাঁট সংবাদ প্রচার করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের দূরত্ব সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক দলের সাথে আমাদের ভুল বোঝাবুঝি হলে তা আমরা বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করবো মন্তব্য করে তিনি বলেন, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে ফায়দা হাসিল করতে দেয়া হবে না। সচিবালয়ে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিকল্প খুঁজে নেয়া হবে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদ হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সুজা উদ্দিন, নাহিদা সরোয়ার নিভা, মো. আতাউল্লাহ প্রমুখ।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা দেশ এবং দেশের মানুষের শত্রু। পুরো দেশকে খুন, গুম, হত্যা, রাহাজানি ও লুটেরা রাজ্যে পরিণত করেছিল হাসিনা সরকার। দেশ থেকে পালিয়ে গিয়ে এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আওয়ামী ফ্যাসিবাদী দোসররা।
0 Comments