ডেক্স রিপোর্ট
দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে গবেষণার অংশ হিসেবে কক্সবাজার সফর করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর একদল উদ্যমী শিক্ষার্থী। সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটকদের অবাধ বিচরণের পেছনে নিরাপত্তা ব্যবস্থার জটিলতা ও সম্ভাবনাকে বুঝতে তাঁরা বেছে নেন সরেজমিন অনুসন্ধানের পথ।
গবেষণার অংশ হিসেবে গত ২১ মে ২০২৫ তারিখে শিক্ষার্থীরা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তাঁরা অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় শিক্ষার্থীরা পর্যটন নিরাপত্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নারীদের নিরাপত্তা, জরুরি সেবা ও পরিবেশ সংরক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন এবং গুরুত্বপূর্ণ মতামত দেন। জনাব আপেল মাহমুদ অত্যন্ত আন্তরিকভাবে তাঁদের সব প্রশ্নের উত্তর দেন এবং ট্যুরিস্ট পুলিশের নানামুখী কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন।
এই গবেষণামূলক সফর শিক্ষার্থীদের বইয়ের পৃষ্ঠার বাইরের বাস্তবতা বোঝার এক দুর্লভ সুযোগ এনে দেয়। প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় তাদের চিন্তাচেতনায় নতুন মাত্রা যোগ করে।
BUP-এর এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ শিক্ষাজগতের সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার কার্যকর সমন্বয়ের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে নিঃসন্দেহে।
0 Comments