রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালী জনপদের কৃতিমান সন্তান বাঁশখালী পৌরসভা ১ নং ওয়ার্ড ভাদালিয়া নিবাসী মরহুম শ্রদ্ধাভাজন ব্যক্তি ও শিক্ষক মরহুম মাস্টার সিরাজুল হক নুরী সাহেবের সুযোগ্য পুত্র, নিরহংকারী,সহজ,সরল,ছাত্র জীবন থেকে অত্যন্ত আদর্শিক এবং সৎ চরিত্রের অধিকারী মানুষ, বাংলাদেশ সরকারের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব নুরুল্লাহ নুরী চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় ভাদালীয়া সহ পুরা বাঁশখালীর মানুষ খুশিতে আত্মহারা। আজ পুরা দিন ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাঁশখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিনন্দন ও শুভেচ্ছায় ভরপুর।
জেলা পরিষদের মাধ্যমে বাঁশখালীসহ চট্টগ্রামের প্রতিটি উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী সচেতন মহল।
উল্লেখ্য যে, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন জনাব নূরুল্লাহ নুরী। তিনি গত বছরের সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন৷
তিনি ইতোপূর্বে বাংলাদেশ চা বোর্ডের যুগ্ম সচিব ও সদস্য (অর্থ ও বাণিজ্য)চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালকসহ সরকারের বিভিন্ন গুরু দায়িত্ব পালন করেন৷
জানা যায় যে, জনাব নুরী সাহেব বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের ৯৫ ব্যাচে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড স্থান অধিকার করে শিক্ষাজীবন শেষ করেন৷ তিনি ২০তম বিসিএসে প্রশাসন ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। যখন যে পদে দায়িত্ব পালন করেছেন তিনি নিজ মেধা, সততা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
জনাব নূরুল্লাহ নুরী বাঁশখালী পৌরসভা উত্তর জলদী ভাদালিয়ার মরহুম মাস্টার সিরাজুল হক নুরী ও জনাবা তাহেরা বেগম দম্পতির গর্বিত সন্তান৷ এক ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়।
0 Comments