রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন :বাঁশখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ২ নাম্বার ওয়ার্ড়    এলাকায় মধ্যরাতে অগ্নিকান্ডের ১১ বসতঘরের পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আজ শুক্রবার (১৩ জুন) রাত ২ টার দিকে উপজেলার শীলকূপের পশ্চিম মনকিচর হেডপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনা সত্যতা নিশ্চিত করেন ইউপি সদস্য ছিদ্দিক আকবর বাহাদুর। তিনি জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস দ্রুত সময়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। অন্যথায় আরও বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসতঘরের মালিক হলেন- আবুল কালাম বাবুল, মরিয়ম বেগম, নুরুল আলম, রেহানা বেগম, মনির উদ্দিন, নুর মোহাম্মদ, মিনার বেগম, রোজিনা বেগম, রহিমা বেগম, মোঃ শাকিল, কহিনুর।

স্থানীয়দের ধারণা আবুল কালাম বাবুল মাঝির বসতঘরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকান্ড স্থান পরিদর্শন করে শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রাথমিকভাবে ৫০ কেজি করে চাউল ও দুটি করে কম্বল বিতরণ করি। পরে পরিষদের পক্ষ থেকে আরও আর্থিকভাবে সহায়তারও আশ্বাস প্রদান করি। 

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, 'অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময় মতো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ না আসলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।