ডেক্স রিপোর্ট
অদ্য ১০ জুন ২০২৫ খ্রি. মঙ্গলবার, কক্সবাজার সদর উপজেলার গর্বিত সন্তান, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা জনাব বাবু সুবল দাশ এর পরলোকগমনে সমগ্র উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
তার প্রয়াণে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ দুপুর ৩টা ৩০ মিনিটে মরহুমের নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার-এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল এই গার্ড অব অনার প্রদান করে।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়। বীর মুক্তিযোদ্ধা বাবু সুবল দাশ এর দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
উপজেলা প্রশাসন, কক্সবাজার সদর মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে এবং তাঁর অবদানকে চিরস্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
0 Comments