রিপোর্টোর : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।
শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকায় গত শুক্রবার রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদান বিতরণ করছেন উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ৭২ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।
আজ রবিবার (১৫ জুন) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে দুই বান করে ঢেউটিন ও ৬ হাজার টাকার একটি করে মোট ৭২ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এর আগে গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) মো: জসিম উদ্দিন অগ্নিদূর্গত এলাকা পরিদর্শন করেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০ কেজি চাল ও দুটি করে কম্বল দেয়া হয়।
রবিবার অনুদান বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সাথে এসময় উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, শীলকূপ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাতে শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর গ্রামে অগ্নিকান্ডে ১২টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
0 Comments