রিপোর্টোর : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

 শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর এলাকায় গত শুক্রবার রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদান বিতরণ করছেন উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ৭২ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।

আজ ‎রবিবার (১৫ জুন) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে দুই বান করে ঢেউটিন ও ৬ হাজার টাকার একটি করে মোট ৭২ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এর আগে গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা

সহকারী কমিশনার (ভূমি) মো: জসিম উদ্দিন অগ্নিদূর্গত এলাকা পরিদর্শন করেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০ কেজি চাল ও দুটি করে কম্বল দেয়া হয়।

‎রবিবার অনুদান বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সাথে এসময় উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, শীলকূপ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎গত শুক্রবার রাতে শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর গ্রামে অগ্নিকান্ডে ১২টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।