ডেক্স রিপোর্টঃ

নারী হয়েও থেমে নেই মানবিকতার পথে তার অগ্রযাত্রা। ঝড়-বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ঘটনা—সবকিছু উপেক্ষা করে ছুটে যান সাধারণ মানুষের ডাকে, তাদের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াতে।

তিনি কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), এক মানবিক নেতৃত্বের প্রতীক।

সম্প্রতি ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনায় তার মানবিক ভূমিকা স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে।

বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন রিয়া মনি, মানবিক সহায়তায় এগিয়ে এলেন ইউএনও

কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় ও বন সংলগ্ন সরকারি বনভূমিতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছে বেশ কিছু গরীব পরিবার। জীবনের নিরাপত্তাহীনতার মধ্যেই চলে তাদের দৈনন্দিন জীবন।

ফুটখালি জামে মসজিদের পাশের একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন রিয়া মনি (১৯)। স্বামী পেশায় একজন অটোচালক, পরিবারটি ছিল হতদরিদ্র। গত ১৯ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে খালার বাড়িতে যাওয়ার পথে একটি দলছুট বন্য হাতির মুখোমুখি হয়ে পড়েন রিয়া মনি। হাতির আক্রমণে গুরুতর আহত হন তিনি। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৪ মাসের শিশু কন্যা রেখে না ফেরার দেশে রিয়া, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

মাত্র ১৪ মাস বয়সী একটি শিশু কন্যাকে রেখে অকালে বিদায় নিলেন রিয়া মনি। খবর পেয়ে ২০ জুন সকালে রিয়ার মরদেহ বাবার বাড়িতে নেওয়া হলে সেখানে ছুটে যান কক্সবাজার সদর উপজেলার ইউএনও।

সাথে ছিলেন ঝিলংঝা রেঞ্জের বিট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরাও। তারা রিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শিশুকন্যাটির সার্বিক খোঁজখবর নেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে রিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিবারটি যাতে পুনর্বাসিত ও সুরক্ষিতভাবে বসবাস করতে পারে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়েছে।

মানবিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি

এই ঘটনা শুধু একটি দুঃখজনক দুর্ঘটনার চিত্র নয়, বরং একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মানবিকতা, দ্রুত সাড়া এবং সহানুভূতির পরিচয়ও বটে।

স্থানীয়রা বলেন,

“ইউএনও ম্যাডাম আসার পর আমরা বুঝলাম, সরকার আমাদের পাশে আছে। এত বড় দুর্ঘটনার পর তিনি যেভাবে আমাদের কাছে ছুটে এলেন, তা কখনো ভুলবো না।”

এই মানবিক দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দেয়, প্রশাসন যখন আন্তরিক হয়, তখন সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষটিও সুরক্ষা ও সম্মান পায়।