রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।
স্থান বাঁশখালী উপজেলা পরিষদ চত্বর সময় সকাল ১০ টা
আজ বাঁশখালী উপজেলার সচেতন নাগরিক সমাজ ও সাধারণ ছাত্র জনতার আয়োজনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল বাঁশখালী উপজেলার পল্লী বিদ্যুৎ সেবার মানোন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।
বাঁশখালীবাসীর দীর্ঘদিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন দুর্ভোগের প্রেক্ষাপটে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ দফা যৌক্তিক দাবি উত্থাপন করা হয়। এসব দাবির বাস্তবায়নের মাধ্যমে জনদুর্ভোগ কমে আসবে এবং বিদ্যুৎ সেবার মানে উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
উত্থাপিত ৫ দফা দাবি:
১. দপ্তরগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ
বাঁশখালীর সরকারি ও বেসরকারি সেবাদানকারী দপ্তরসমূহে সেবাপ্রার্থীরা প্রায়শই অনিয়ম, হয়রানি ও দুর্নীতির শিকার হচ্ছেন। এ অবস্থার উন্নয়নে প্রতিটি দপ্তরে কর্মকর্তাদের ছবিসহ পরিচয়পত্র ও সেবার তালিকা সময়সীমাসহ (Citizen Charter) প্রকাশ বাধ্যতামূলক করতে হবে।
২. সঠিক ও স্বচ্ছ বিলিং ব্যবস্থা প্রবর্তন
গ্রাহকদের সঠিক বিল নির্ধারণ, অতিরিক্ত বা ভুল বিল বন্ধ ও নিয়মিত অডিট/মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে।
৩. ঝুঁকিপূর্ণ লাইন সংস্কার ও গ্রামীণ অঞ্চলে সেবা সময় বৃদ্ধি
গ্রামীণ জনগণ যেন নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পায়, সে জন্য ঝুঁকিপূর্ণ লাইনসমূহ দ্রুত সংস্কার এবং গ্রামীণ এলাকায় কর্মরত টিমের সংখ্যা ও সেবা সময় বাড়াতে হবে।
৪. বর্ষাকালে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন
বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়ের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে মেরামত ও সংযোগ পুনঃস্থাপন নিশ্চিত করতে হবে।৫. মিটার বাণিজ্যের অবসান ও কঠোর তদারকি
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ মিটার-সংক্রান্ত সকল অনিয়ম বন্ধে কঠোর তদারকি ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন
সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর অর্গানাইজার মাওঃ এমদাদ উল্লাহ সিনিয়র সদস্য রহিম উল্লাহ রিয়াদ এম এ হান্নান ও আব্দুল হামিদ
পল্লী বিদ্যুৎ এর সাধারণ গ্রাহকদের মধ্যে
আমিনুল ইসলাম, চৌধুরী হাসান,নাজিব,সহ আরও অনেকেই । বক্তারা বলেন, "আমাদের এই দাবি রাজনৈতিক নয়, বরং এটি একটি মানবিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এসব দাবির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং বাঁশখালীবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।আয়োজনে:
সাধারণ ছাত্র জনতা, বাঁশখালী।
0 Comments